Print Date & Time : 1 August 2025 Friday 2:51 pm

কুষ্টিয়ার ডিসির সঙ্গে শহিদ পরিবারের সৌজন্য সাক্ষাৎ

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজার সাথে শহিদ পরিবার, কুষ্টিয়ার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত সাক্ষাত অনুষ্ঠিত হয়।
 সাক্ষাতকালে শহিদ পরিবারের পক্ষ থেকে সদস্য সচিব মোঃ ওবাইদুর রহমান ও নির্বাহী সদস্য মোঃ মেজবার রহমান “কুষ্টিয়া একাত্তর থানাপাড়া ও অন্যান্য জেনোসাইড’’ বই কুষ্টিয়ার জেলা প্রশাসককে প্রদান করেন।

এবি//দৈনকি দেশতথ্য//নভেম্বর ২০,২০২৩//