Print Date & Time : 22 April 2025 Tuesday 11:20 pm

কুষ্টিয়ার ডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন শারীরিক প্রতিবন্ধী সফল ফ্রিল্যান্সার অনিক মাহমুদ 

নিজস্ব প্রতিবেদক : জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী হওয়ায় হুইলচেয়ার নির্ভর জীবন জীবিকা ও আরও অনেক তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করায় তরুণ উদ্যোক্তা ও সফল ফ্রিল্যান্সার কুষ্টিয়ার অনিক মাহমুদ। 

তিনি প্রফেসর আইটি জোনের চেয়ারম্যান। অনলাইনে ফ্রিল্যান্সিং শিখিয়েও অনেক বেকার যুবকদের আত্মকর্মী হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছে। 

সোমবার দুপুরে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জেলা প্রশাসক বলেন, ‘শারীরিক অক্ষমতা মানেই সবকিছু থেমে থাকা নয়। হাঁটাচলা করতে সক্ষম নন অনিক মাহমুদ। তবে এই প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তিনি। মনোবল হারাননি। ফ্রিল্যান্সিংকে অবলম্বন করে নিজেকে স্বাবলম্বী করে তুলেছেন। যার ফলে  অদম্য লড়াকু অনিক মাহমুদ এখন সফল ফ্রিল্যান্সার। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জন্য কাজ করছে বলেই অনিক দেশসেরা সফল ফ্রিল্যান্সার এর পদকসহ আরও অনেক সম্মাননা লাভ করেছে। আমরা অনিকের জন্য সবসময় তার পাশে থাকতে চাই। 

অনিক মাহমুদ বলেন, ইচ্ছে ছিল জীবনে এমন কিছু করবো যাতে করে আমার এই প্রতিবন্ধীতার নামটি ঘুচে যায়। আমি সফল হয়েছি। কারণ. আমার কারো কাছে কাজের জন্য যাওয়া লাগে নি। বরং, আমি আমার প্রতিষ্ঠানে কিছু তরুণদের চাকরি দিতে পেরেছি। এই মনোবল আর ইচ্ছাশক্তির কারণেই হয়তো আজ আমি সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি।’

প্রসঙ্গত, ২০১৮ সালে অনলাইনের মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মোজাহার আলীর ছেলে অনিক মাহমুদ। এরপর ইউটিউবের ভিডিও দেখে এবং বিভিন্ন টিউটোরিয়াল সাইট থেকে নিজের দক্ষতা বাড়ান। টি-শার্ট ডিজাইন নিয়ে ফাইভার ও আপওয়ার্কে কাজ করে সফল ফ্রিল্যান্সার হিসেবে খ্যাতি পেয়েছেন অদম্য লড়াকু অনিক।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ ফেব্রুয়ারী ২০২৪