ভেড়ামারা প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নব-নির্বাচিত সংসদ সদস্য (এমপি) মাহবুব-উল আলম হানিফ ও কামারুল আরেফিনের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেছেন ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ।
গত বৃহস্পতিবার (২৫শে জানুয়ারি) রাজধানীর বিটিএমসি ভবনে উভয় সংসদ সদস্যদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় ও ভেড়ামারা সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ আমজাদ হোসেন রাজু, ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্ণেল ডাঃ জহিরুল হোসেন নোভেল, কানাডা প্রবাসী আলিম আল রাজী বাবু, বিটিভির সিনিয়র রিপোর্টার ওয়াহিদ আহমেদ উজ্জল ও ডাঃ সাইফুল ইসলাম।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ ভেড়ামারায় গার্লস ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা ও শিশুপার্ক নির্মাণসহ বেশকিছু উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়নে ভেড়ামারা সমিতির সহযোগিতা কামনা করেন।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন জানান, ভেড়ামারা উপজেলার দীর্ঘদিনের সমস্যা গুলোকে ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে, পর্যায়ক্রমে সমাধান করা হবে।
উল্লেখ্য, আগামী ৯ই ফেব্রুয়ারী শুক্রবার নারায়ণগঞ্জের মদনপুরে ‘শাইরা গার্ডেন রিসোর্ট’ এ ভেড়ামারা সমিতি, ঢাকা’র “ফ্যামিলি ডে” অনুষ্ঠানে উভয় সংসদ সদস্য যোগ দেবেন বলে ভেড়ামারা সমিতির নেতৃবৃন্দ জানান।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ জানুয়ারি ২০২৪