Print Date & Time : 28 July 2025 Monday 10:46 am

কুষ্টিয়ার দৌলতপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দৌলতপুর প্রতিনিধি: জনআকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ গড়তে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি’র কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান হাবলু মোল্লা।

শুক্রবার(২৫ অক্টোবর)দুপুরে দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাবলু মোল্লা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর পতিত স্বৈরাচার আবার নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাই নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এসময় খলিসাকুন্ডি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো.আরোজুল ইসলামের সঞ্চালনায় খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সিনিয়র নেতা মো.মইনুল মালিথা,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম হামিদ মোল্লা,ওয়ার্ড বিএনপির সভাপতি তায়েজ উদ্দিন মালিথা,বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য জামাল উদ্দিন সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে উপস্হিত সকল নেতাকর্মীদের মধ্যাহ্নভোজ করানো হয়।

এহ/25/10/24/ দেশ তথ্য