জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুষ্টিয়ায় শিশু আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে একটি ’মৌবন’ উদ্যোগ নারী বাতায়নের আয়োজনে মঙ্গলালোকের অর্ধশতাধিক শিশুরা এতে অংশগ্রহণ করে।
এসময় শিশুরা লালন সবুজ ও নীল রংয়ের বেলুন উড়িয়ে উল্লোসিত প্রকাশ করে। পরে কেক কাটার সময় শুভ শুভ শুভ দিন শেখ মুজিবুর রহমান এঁর শুভ জন্মদিন বলে শিশুরা আনন্দে মেতে ওঠে। কেক কাটা বেলুন উড়ানো, মিষ্টিমুখ ও চকোলেট দিয়ে শিশুদের মাঝে আনন্দ দিতেই এই আয়োজন করা হয়।
এসময় নারী বাতায়নের কর্মকর্তা আশিকুজ্জামান রনি, এসএম জামাল, মঙ্গলালোকের শিক্ষিকা খুরশীদা জাহান হাফসাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, স্কুলে পড়ুয়া, ছিন্নমূল শিশুদের নিয়ে বঙ্গবন্ধু সত্যিকারের ভালোবাসায় মগ্ন ছিলেন। বঙ্গবন্ধু সারাটা জীবন বাংলার কৃষক শ্রমিক, গরীব দুঃখি মানুষকে ভালোবেসে গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালবাতেন বলেই এই দিবসটিকে আমরা জাতীয় শিশু দিবস হিসেবে পালন করছি।
এই দিবসকে কেন্দ্র করে আগামী ২৬শে মার্চ মহন স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয় ১০০টি প্রশ্ন এবং উত্তরের একটা সেট শিশুদের দেওয়া হয়েছে। সেখানে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক অনেক কিছু জানতে পারবে শিশুরা। এবং এসব নিয়ে স্বাধীনতা দিবসে প্রতিযোগীতার আয়োজন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৭,২০২২//