কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট কদমতলার হটাৎ পাড়ায় কয়েকশ পরিবারের বসবাস। সেখানে যাতায়াতের জন্য ক্যানালের উপর একমাত্র মাটির রাস্তাটিতে বছরের ১২ মাসই থাকে জনদুর্ভোগ।
বর্ষা মৌসুমে কাদা আর শুকনো মৌসুমে ধূলোর মধ্য দিয়ে চলাচল করতে হয় সেখানে বসবাসকারীদের।স্থানীয় বেশ কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, শুধু ভোটের সময় প্রার্থীরা এসে রাস্তাটি পাকা করার প্রতিশ্রুতি দেন। ভোট শেষে আর তাদের দেখা মেলে না। স্থানীয় ইউপি সদস্যের কাছেও পূর্বে একাধিকবার ধর্ণা দিয়ে শুধু প্রতিশ্রুতি মেলেছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি৷
এবারের বর্ষার শুরুতেই বৃষ্টিতে ধান চাষ করার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। দুর্ভোগ নিরসনে রাস্তাটি দ্রুত যাতায়াতের উপযোগী না করা হলে সেখানে ধান লাগিয়ে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিবাদ-মানববন্ধন করার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।
আর//দৈনিক দেশতথ্য//২০ জুন-২০২২//