পুলিশ পরিচয় দিয়ে ব্যবসায়ীর দেহ তল্লাশি করে সাথে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে দুই অস্ত্রধারী যুবক। খোদ দিনে-দুপুরে এই ঘটনা কুষ্টিয়ার মিরপুর এলাকায়। সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটছে এবং আমরা নিয়মিত তদন্ত করছি, আসামিও ধরছি।
জানা গেছে, রোববার দুপুর ৩টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৮মাইল এলাকা হয়ে দৌলতপুরের ব্যবসায়ী এনামুল হক মালামাল বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন শহর থেকে। পথে একটি মোটরসাইকেল তাদের শ্যালো চালিত গাড়ির গতিরোধ করে পুলিশ পরিচয় দিয়ে দেহ তল্লাশি করে প্রায় ৮০ হাজার টাকা এবং মোবাইল ফোন পায়। ফোনটি রেখে নগদ টাকা নিয়ে অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে সজোরে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায় তারা। এসময় ওই দুই ছিনতাইকারীর কাছে একটি পিস্তল এবং একটি ছুরি ছিলো।
এ বিষয়ে মিরপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ বলেন, ইতোমধ্যে আমাদের দু’টো টিম বিষয়টি নিয়ে কাজ করছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এবি//দৈনিক দেশতথ্য//৭ জুলাই ২০২৪//

Discussion about this post