Print Date & Time : 26 August 2025 Tuesday 9:28 pm

কুষ্টিয়ার মিরপুরে আতাহার আলীর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাহার আলীর উদ্যোগে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। 

বুধবার (১ নভেম্বর ) সন্ধ্যায় মিরপুর উপজেলার বিজিবি কিছুক্ষণ ক্যন্টিন সংলগ্ন সাবেক চেয়ারম্যান ও দৈনিক দেশতথ্য পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মোঃ আতাহার আলী বাড়ি থেকে একটি মোটর সাইকেলে মিছিল বের হয়ে মিরপুর পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশ করে। 

এতে স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

ওই সমাবেশে আতাহার আলী বলেন, বিএনপি-জামায়াত সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা জ্বালাও-পোড়াও ছাড়া আর কিছুই জানে না। বিএনপিকে রাজপথেই মোকাবিলা করা হবে।

কুষ্টিয়া মিরপুর এর মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, জননেত্রী শেখ হাসিনার ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

 এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০১,২০২৩//