ওপেলিয়া কনি,স্টাফ রিপোর্টার // কুষ্টিয়ার মিরপুরে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে মিরপুর উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩০ মিনিটে মিরপুর ফুটবল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় মিরপুরের বিভিন্ন গ্রাম থেকে আগত লাঠিয়াল দলের অংশগ্রহণে জমজমাট এক লাঠি খেলার আয়োজন দেখতে মাঠে জড়ো হন হাজারো দর্শক। ঢাক-ঢোল আর কাঁসার ঘণ্টার তালে জমে উঠেছিল মিরপুরের ফুটবল মাঠ এলাকা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে আর পাল্টা আক্রমণে মেতে উঠেন লাঠিয়ালরা। দৃষ্টিনন্দন এই কসরতে উচ্ছ্বসিত দর্শকেরা করতালি আর উৎসাহে ভরিয়ে তোলেন মাঠ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রহমত আলী রব্বান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা।
আয়োজন শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ রহমত আলী রব্বান বলেন, “বাংলার মাটির সঙ্গে জড়িয়ে থাকা লাঠি খেলার মতো ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলোকে টিকিয়ে রাখতে আমাদের এই প্রচেষ্টা। আজকের মতো আগামী দিনেও বাংলার পুরোনো ঐতিহ্যবাহী খেলাগুলোর আয়োজন করে যাব ইনশাআল্লাহ।”
আবহমান বাংলার এই ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতিকে ঘিরে এমন প্রাণবন্ত আয়োজন নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়—এমনটাই মনে করছেন স্থানীয়রা।
এ ধরনের আয়োজন স্থানীয় সংস্কৃতি চর্চায় যেমন ভূমিকা রাখে, তেমনি নতুন প্রজন্মের মাঝেও দেশীয় ঐতিহ্যের প্রতি আগ্রহ জাগিয়ে তোলে।