Print Date & Time : 5 July 2025 Saturday 2:43 am

কুষ্টিয়ার মিরপুরে এক নারীর লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি: উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম ধাপাড়িয়া এলাকায় শনিবার এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর নাম রানু খাতুন(৩৫)।সে আটিগ্রাম (ধাপাড়িয়া) গ্রামের মোঃ সবুজের স্ত্রী।
নিহত নারীর ছেলে রাব্বী বলেন,আমি পাশের দোকানে বসে ছিলাম সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে দেখি আমার আম্মাকে মৃত অবস্থায় চেয়ারে বসিয়ে সবাই পানি ঢালছে।
নিহত নারীর চাচাতো ভাই,আইলচারা গ্রামের বশিরুদ্দিন বলেন-শরীরের উচ্চতা হিসেবে ও দড়ির মাপ অনুযায়ী স্পষ্টই বুঝা যাচ্ছে,তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে।এ ব্যাপারে উক্ত নারীর শ্বশুর ও দেবরের জড়িত থাকার অভিযোগ করেন।
ছাতিয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির বিশ্বাস বলেন-মোবাইলে খবর পেয়ে আমি এখানে আসি।একটা চৌকির উপর তার লাশ কাপড় দিয়ে ঢাকা অবস্থায় দেখেছি।
শোন্দাহ ক্যাম্প আইসি তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত নারীর গলায় কালো দাগ দেখে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে।

দৈনিক দেশতথ্য//এল//