Print Date & Time : 29 July 2025 Tuesday 11:42 pm

কুষ্টিয়ার মিরপুরে ঘুমন্ত কৃষককে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম রবি (৪৮) নামের এক কৃষককে নিজ বাড়িতেই ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ায় এঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবি নওদা খাদিমপুর গ্রামের গাংপাড়ার মৃত মুক্তার বিশ্বাসের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে স্ত্রীর সাথে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা রবিউলের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এ সময় স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহতাবস্থায় রবিউলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই ইসমাইল হোসেন জানান, রাতে ভাই ও ভাবি এক সাথে ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে ভাইকে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকালে তার মৃত্যু হয়। কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এ ব্যাপারে আমাদের কোন ধারণা নেই। তিনি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রবিউল ইসলামকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে মিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, রাতের কোন এক সময় রবিউল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। কে বা কারা কিভাবে রবিউলকে হত্যা করেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৯ জুন ২০২৩