মিরপুর প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের নতুন সুতাইল গ্রামের মাঠ থেকে জাহাঙ্গীর (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করে মিরপুর থানা পুলিশ। নিহত জাহাঙ্গীর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার রাধিকাগন্জ গ্রামের মৃত মালেক শরিফের পুত্র।
সে পেশায় রাজমিস্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন সুতাইল এলাকার মৃত গঞ্জের আলীর পুত্র আমিরুলের বাড়িতে রাত অনুমান ২টার সময় ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে যায়। পরবর্তীতে স্থানীয়রা চোর চক্রকে ধাওয়া দিলে দুই জন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয় জনতা। উক্ত গণপিটুনিতেই ওই চোরের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে রোববার সকালে হালসা পুলিশ ফাঁড়িতে খবর দিলে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরবর্তীতে মিরপুর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই লাশের পরিচয় সনাক্ত করে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত মধ্যরাতে ২-৩ জনের একটি চোর চক্র চুরির উদ্দেশ্যে সুতাইল গ্রামে গেলে স্থানীয় জনতা ধাওয়া দিলে দুইজন পালিয়ে গেলেও একজনকে গণপিটুনি দেয়। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দিলে পুলিশ এসে গনপিটুনি খাওয়া লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রবিবার সকালে গিয়ে আমরা লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাত্রে সুতাইল চুরির উদ্দেশ্যে এসে জনতার গণপিটুনিতে ব্যক্তিটি নিহত হয়েছে।
পুলিশ তার পরিচয় সনাক্ত করেছে। নিহত ব্যক্তিটির পিসিপিয়ার যাচাই করে জানা যায়, তার নামে বিভিন্ন থানায় ছয়টির মত চুরির মামলা রয়েছে। ঘটনাটি নিয়ে মিরপুর থানা পুলিশ কাজ করছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।
এহ/27/10/24/ দেশ তথ্য

Discussion about this post