Print Date & Time : 23 April 2025 Wednesday 3:04 am

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় পাখি ভ্যানচালকের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় আব্দুর রহিম শেখ (৬০) নামের এক পাখি ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর ২ টার সময় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বহলবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম শেখ নওদা বহলবাড়িয়া এলাকার মৃত মোজাম্মেল সেখের ছেলে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাকিবুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে ঈশ্বরদী থেকে কুষ্টিয়া গ্রামে একটি মালবাহী ট্রাক বহলবাড়িয়া এলাকায় একটি পাখি ভ্যান কে চাপা দিলে ঘটনা স্থলেই পাখি ভ্যান চালক আব্দুর রহিম শেখ নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে নিজেদের মরদহটি উদ্ধার করি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৩১ মার্চ ২০২৩