Print Date & Time : 28 April 2025 Monday 12:07 pm

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে হাফিজুল সরদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার ধুবইল ইউনিয়নের গেটপাড়া এলাকার ১৮০/২নং রেলওয়ে পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত হাফিজুল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আমিনুদ্দিন সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্র জানায়, সকালে পরিবারের সঙ্গে রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়ে আসেন হাফিজুল। এরপর পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখবর শুরু করেন। এক পর্যায়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে স্বজনরা তার মরদেহ শনাক্ত করেন।

মৃতের স্বজনরা আরো জানান, হাফিজুল জুতা-স্যান্ডেলের ব্যবসা করতেন। স্থানীয় পোড়াদহ বাজারে তার দোকান রয়েছে। এর আগে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, দুপুরে খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে এক যুবক নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।