মিরপুর(কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার মিরপুরে দিনব্যাপী পাট উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা অডিটোরিয়ামে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) প্রকল্প এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জেলা পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা মামুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী শেখ, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আহমেদ, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) উপজেলা সমন্বয়কারী তৈমুর হায়াতি, আব্দুস সালাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মূখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।

Discussion about this post