ওপেলিয়া কনি, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ মাধ্যমিক বিদ্যালয়ে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও বাল্যবিবাহ নিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ নাজমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ কেবল একটি পরিবারের সমস্যা নয়, এটি পুরো সমাজ ও জাতির জন্যই ক্ষতিকর। অল্প বয়সে বিয়ে মেয়েদের স্বপ্ন, শিক্ষা ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের সর্বাধিক দায়িত্বশীল হতে হবে এবং শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে বিদ্যালয়গুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিজভী ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তমান্নাস খন্দকার।
বক্তারা বলেন, ‘কিশোরীদের সুরক্ষা ও শিক্ষাজীবন অব্যাহত রাখার স্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি। অভিভাবকদের দায়িত্বশীল মনোভাব ও সমাজের সম্মিলিত উদ্যোগই পারে এ ক্ষতিকর প্রথা বন্ধ করতে।’
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মুনতাজ আলী, সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশা, সদরপুর ইউপি সদস্য মানিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুব তুষার ও প্রধান শিক্ষক এমদাদুল হক।
সভায় আরও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি, মানবাধিকার প্রতিদিনের ভেড়মারা-মিরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম এবং দৈনিক জনকণ্ঠ-এর মিরপুর উপজেলা প্রতিনিধি ওপেলিয়া কনি।
এসময় উপস্থিত অতিথিরা আরও বলেন, ‘অল্প বয়সে বিয়ে শুধু কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে না, বরং তাদের স্বপ্ন ও সম্ভাবনাময় ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। পরিবার, বিদ্যালয় ও সমাজের সমন্বিত প্রচেষ্টাতেই বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব।’