Print Date & Time : 15 May 2025 Thursday 11:46 pm

কুষ্টিয়ার মেয়ে ফারিয়ার রৌপ্য জয়

হেলাল উদ্দিন, কুষ্টিয়া: কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের ফারিয়া ইসলাম পুতুল বঙ্গবন্ধু জাতীয় ক্লাব যুব ভারোত্তোলন প্রতিযোগিতায় অংশ নিয়ে অনূর্ধ্ব-২০ বিভাগে রৌপ্য পদক জিতেছে।এই রৌপ্য পদক জিতার মধ্যে দিয়ে কুষ্টিয়ার জন্য শুনাম বয়ে এনেছে ফারিয়া ইয়াসমিন পুতুল। পুতুল কুষ্টিয়া থানা পাড়ার বাসিন্দা ।তার এই বিজয়ে কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ক্লাবটির সভাপতি মো. আব্দুল মজিদ বাবু। এছাড়াও তার এই পদক জয়ে কুষ্টিয়ার বিভিন্ন অঙ্গনের মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ফারিয়া ইয়াসমিন পুতুল সবার দোয়া নিয়ে আরো সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক দেশতথ্য//এল//