Print Date & Time : 20 April 2025 Sunday 2:25 pm

কুষ্টিয়ার শ্রেষ্ঠ ওসির পুরষ্কার পেলেন শেখ সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা।

আসামী গ্রেফতার, ওয়ারেন্ট  নিস্পত্তি, মাদক উদ্ধার, মামলা নিস্পত্তি  এবং থানা এলাকার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ পুরষ্কারে ভূষিত করা হয়। 

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এ পুরষ্কার আমার আগামীতে কাজের গতি বাড়িয়ে দিলো। এতে আমার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।

কুষ্টিয়ার ৭ সাতটি থানার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়াসহ আসামি গ্রেফতার ও সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় গত ফেব্রুয়ারী ও মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার পুলিশ সুপার কার্যালয়ে পুলিশের মাসিক কল্যান সভায় তার হাতে পদক তুলে দেন পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম(বার) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা।

জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, যে মানদণ্ডে আমাকে পুরস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারণ মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা বেড়ে গেল।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৬ মে ২০২৪