Print Date & Time : 5 July 2025 Saturday 12:25 am

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল নিখোঁজ

কুষ্টিয়া জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা থেকে প্রকাশিত দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল পরিবারের অভিযোগ অনুযায়ী তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।

সেই অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় সোমবার (৪ জুলাই) একটি সাধারণ ডায়েরী করেছেন তার ছোট ভাই মাহাবুব।

রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড় তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় তার মোবাইলে একটি কল এলে এসময় তার অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

হাসিবুর রহমান রুবেল অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। পরে পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছ থেকে রুবেলের খোঁজ নিয়েও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

কুষ্টিয়া মডেল থানার ওসি ছাবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এমন অভিযোগ পেয়েছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুঁজছে। বিষয়টি নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে।

আর//দৈনিক দেশতথ্য//৫ জুলাই-২০২২//