কুষ্টিয়ার চাউলের মোকাম খাঁজানগর বল্লভপুর এলাকার স্বর্ণ অটো রাইস মিলের ট্রাক থেকে ৬০ কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে সিলেট পুলিশ ! আটক মামুন ( ৩০) ঐ ট্রাকের চলক। সে কুষ্টিয়ার বল্লভপুর এলাকার আনারের ছেলে।

জানাগেছে, বল্লভপুর সর্ণা রাইচমিলের মালিক হাজী আব্দুস সামাদের চাউলের ট্রাকে অভিনব কায়দায় ৬০ কেজি গাঁজা নিয়ে সিলেটের রশিদ পাম্পের কাছে পৌছালে ট্রাকের গতিরোধ করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় ট্রাক ( কুষ্টিয়া-ট ১১-২০৩৬) তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এঘটনায় চালক মামুন কে আটক করা হয়েছে।
এদিকে কুষ্টিয়ার চাউলের মোকাম এলাকা থেকে ছেড়ে যাওয়া ট্রাক থেকে একের পর এক মাদকের চালান উদ্ধার ও আটকের ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাহিরেই থেকে যায় মাদকের রাগব বোয়ালরা। এতে মোকাম এলাকায় মাদকের ভয়াল থাবা ও একের পর এক মাদক উদ্ধারে শ্রমিকদের মধ্যে আতংক বিরাজ করছে । মিল শ্রমিক এবং এলাকাবাসীর দাবী জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে মিল ব্যবসার অন্তরালে ঘাপটি মেরে থাকা ওই সব মাদকের গডফাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরী হয়ে দাড়িয়েছে !