বৃহস্পতিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌর ১৬ নং ওয়ার্ডের জনগনের পক্ষ থেকে কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফের প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১৬ নং ওয়ার্ড খালপাড়া জামে মসজিদের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবু জাহিদ সঞ্জুর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। সভায় তিনি বলেন, “আজ কুষ্টিয়া উন্নয়নের চিত্র আপনাদের চোখে দৃশ্যমান, স্মার্ট কুষ্টিয়া গড়তে মাঠে ময়দানে উন্নয়নের ছোঁয়া পৌছে দিতে জননেতা মাহবুবুল আলম হানিফ এমপি মহোদয় কাজ করছেন, তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে আপনাদের দায়িত্ব নেতা উচিৎ, নেতা আপনাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে এবার আপনাদের প্রতিদানের সুযোগ এসেছে, আসন্ন নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা মার্কায় ভোট দিবেন”।
বিশেষ অতিথি ছিলেন শহর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মীর রেজাউল ইসলাম বাবু, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নাগরিক কমিটির সভাপতি সাইফুদ্দৌলা তরুণ। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার ইয়াসির আরাফাত তুষার।
উপস্থিত প্রায় অর্ধ সহস্রাধিক ভোটার সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের সাথে মতবিনিময় সভা নাগরিক ও নৌকা উভয়ের কাজে লাগবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এলাকাবাসী, দল এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের নেতাকর্মীগণ এবং স্থানীয় স্কুল, মসজিদ, মাদ্রাসা, মন্দির কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল, উপ সাংস্কৃতিক সম্পাদক মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদ সিদ্দিকী মানিক, কুষ্টিয়া পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক হাসিব কৌরায়েশী, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এস. কে সজিব, সাবেক ক্রীড়া সম্পাদক মহিবুল ইসলাম বাধনসহ সাবেক ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২০,২০২৩//