নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয় ফরম দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছিলো আগামী ৩০ নভেম্বর। মঙ্গলবার (২৮ নভেম্বর) কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের তথ্য মতে কুষ্টিয়া ৪টি সংসদীয় আসন থেকে ৩৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) কুষ্টিয়া-১ (দৌলতপুর, সংসদীয় অসন-৭৫) আসনে নতুন কোন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন নাই। এই পর্যন্ত ঐ আসন থেকে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা হলেন, মোঃ শাহরিয়ার জামিল (স্বতন্ত্র প্রার্থী), মোঃ রেজাউল হক চৌধুরী (স্বতন্ত্র প্রার্থী), মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র প্রার্থী), মহাঃ ফিরোজ আল মামুন (কোন দলের নাম নেই), মোহাঃ মজিবুর রহমান (কোন দলের নাম নেই), শরিফুল কবির স্বপন (কোন দলের নাম নেই), মোঃ ফজলুল হক (ন্যাশনাল পিপলস পার্টি) এবং মোঃ আসাদুজ্জামান উৎপল (জাকের পার্টি)।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা, সংসদীয় অসন-৭৬) আসনে গতকাল পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা হলেন, ডাঃ ইফতেখার মাহমুদ (কোন দলের নাম নেই), সৈয়দ কামরুল আরিফিন (বাংলাদেশ আওয়ামীলীগ), সরদার মোঃ মুসতানজিদ (স্বতন্ত্র প্রার্থী), এ জে এম শাহিদুজ্জামান (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ রুবেল পারভেজ (স্বতন্ত্র প্রার্থী), হাসানুল হক ইনু (জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ), মুহাঃ শহীদুল ইসলাম ফারুকী (কোন দলের নাম নেই), মোঃ রওশন আলী (জাকের পার্টি), মোঃ বাবুল আক্তার (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন), আরিফুর রহমান (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), মোঃ শরিফুজ্জামান (স্বতন্ত্র প্রার্থী) এবং মোঃ আনোয়ার হোসেন বাবলু (বাংলাদেশ সাম্যবাদী দল)।
কুষ্টিয়া-৩ (সদর, সংসদীয় অসন-৭৭) আসনে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র প্রার্থী), মোঃ মাহবুবউল আলম হানিফ (বাংলাদেশ আওয়ামী লীগ), মোঃ ফরিদ উদ্দিন শেখ (ন্যাশনাল পিপলস পার্টি), মেহেদী হাসান রিজভী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), কে এম জহুরুল ইসলাম (বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ), মোঃ পারভেজ আনোয়ার তনু (স্বতন্ত্র প্রার্থী), মীর আবু আশরাফ শাহিনুর (জাকের পার্টি) এবং মোঃ গোলাম মহসিন (জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ)।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা, সংসদীয় অসন-৭৮) আসনে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৬ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যারা হলেন, মোঃ খাইরুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী), মোঃ শহিদুল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি), আবদুর রউফ (স্বতন্ত্র), সেলিম আলতাফ জর্জ (বাংলাদেশ আওয়ামীলীগ), মোঃ ফারুক হোসেন (জাকের পার্টি) এবং মোঃ আলতাফ হোসেন (তরিকত ফেডারেশন)।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর। ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ নভেম্বর ২০২৩

Discussion about this post