কুষ্টিয়া: ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুষ্টিয়ায় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার রাতে কুষ্টিয়া শহরের মৌবন চত্বরে এক অনুষ্ঠানে ৫ জন নারীকে কৃতিত্ব স্বাক্ষর রাখায় তাদের সম্মাননা জানানো হয়।
মানবকল্যাণে একটি ‘মৌবন’ উদ্যোগ নারী বাতায়ন এ সম্মাননা স্মারক প্রদান করে।
সম্মাননাপ্রাপ্তরা হলেন. শিক্ষাক্ষেত্রে নাসিরা নাসরিন পিয়া, শিল্প-সংস্কৃতিতে কোহিনুর খানম, সেরা জীবনসঙ্গিনী হিসেবে পাপিয়া সুলতানা এবং স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী নারী হিসেবে রেখা খাতুন এবং মীর তনিমা। তাদের প্রত্যেককে সম্মাননা স্মারক ক্রেষ্ট, নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নূরে সফুরা ফেরদৌস, নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী, মৌবনের সিইও হাবিবুল আলম, জেনারেল ম্যানেজার মোশাররফুল হক বকুল, দিশার সহকারী নির্বাহী পরিচালক এনামুল হক সালাম সহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, নারীরা নিজে আত্মনির্ভরশীল হলেই কেবল সম্মাননা বাড়বে। কারও কাছে হাত পেতে নয়। নিজেই কিছু করার মধ্যে নিজেকে সম্মান জানাতে হবে। তবেই কেবল পরিবার তথা সকলকে ভালো রাখা যাবে।
নারী বাতায়ন অনেক সামাজিক কাজ করে। এভাবে আরও অনেকেই এগিয়ে এসে সমাজের কল্যাণে কাজ করলে সমাজ বদলে যাবে।
সভাপতির বক্তব্যে নারী বাতায়নের সভাপতি সাফিনা আঞ্জুম জনী তার বক্তব্যে বলেন, নারী দিবসে আমার একটাই চাওয়া – সমহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি নারী জীবনের সকল ক্ষেত্রে। এক্সট্রা কোন সুবিধা বা সহানুভূতি না হলেও চলবে, যেন প্রতিটি নারীর মানুষের মর্যাদা মেলে। আজকের এই নারী দিবসে সকল নারীকে শ্রদ্ধা ও শুভেচ্ছা অবিনত। তিনি বলেন, প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে আমরা ৫টি ক্যাটাগরিতে নারীদের সম্মাননা জানাবো।
অনুষ্ঠানের সম্মাননা প্রাপ্তি পরিবারের সদস্য ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ০৮,২০২২//

Discussion about this post