Print Date & Time : 4 July 2025 Friday 10:00 pm

কুষ্টিয়ায় অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন বাইক চালক!

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন হাজী শামীম আহমেদ নামের এক ব্যাক্তি।

আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান বাজারের সন্নিকটে একটি ইটভাটার কাছে এ দূর্ঘটনা ঘটে।

আহত হাজী শামীম আহমেদ মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের হাবিল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সকালের দিকে তালবাড়ীয়া থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলো হাজী শামীম আহমেদ। ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে।এসময় সামনের চাকা ভেদ করে ট্রাকের পিছনের চাকায় মোটরসাইকেলসহ আটকে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এছাড়াও তার ব্যবহৃত মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়।
ট্রাক চালকেরা বেপরোয়া গতিতে চলার কারণে এমন দূর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সচেতন মহল।

দৈনিক দেশতথ্য//এল//