Print Date & Time : 14 May 2025 Wednesday 11:07 am

কুষ্টিয়ায় আওয়ামী লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন পালিত

কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম দিন পালিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৩ টায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খাঁন। সাধারণ সম্পাদক আসগর আলীর পরিচালনায় জেলা আওয়ামী লীগ অফিসের হলরুমের আলোচনা সভায় বক্তব্য রাখেন  কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আ ফ ম আমিনুল হক
রতন, জাহিদ হোসেন জাফর, মতিউর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক এ্যডঃ হাসানুল আসকর হাসু, যুব ক্রীড়া সম্পাদক খন্দকার ইকবাল মাহমুদ, তথ্য ও গবেষনা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোমিনুর রহমান মমিজ, দপ্তর সম্পাদক আলহাজ্ব তরিকুল  ইসলাম মানিক, শ্রম সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক এ্যডঃ শীলা বসু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যডঃ আ,স,ম আখতারুজ্জামান মাসুম, সাধারণ সম্পাদক রেজাউল হক, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ শরিফ উদ্দিন রিমন, শহর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাইজাল আলী খাঁন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যডঃ শামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, জেলা জাতীয় শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির মুকুল হোসেন, জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক, সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ সহ সকল অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শেষে কেক কেটে জন্ম দিবস উদযাপন করা হয়।

এবি//দৈনিক দেশতথ্য//আগস্ট ০৬,২০২২//