কুষ্টিয়া ঘুরে গেলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের (ইউবিএল) নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাভেদ আখতার এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেএসএম মিনহাজ।
মঙ্গলবার তিনি কুষ্টিয়া শহরের বড় বাজার, পৌর বাজারসহ এনএস রোডের বিভিন্ন বিপনীবিতানের ব্যবসায়ী, খুচরা পর্যায়ের ব্যবসাশী ও ভোক্তা সাধারণদের সাথে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পণ্য নিয়ে মতবিনিময় করেন।
পরে কোম্পানিটির ডিস্ট্রিবিউটর গ্রীন এন্টারপ্রাইজের কর্মকর্তাদের সাথে শহরের খেয়া রেস্তোরাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় গ্রীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী অজয় সুরেকাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার বলেন, ইউনিলিভার দেশ ও মানুষের কল্যাণে সম্মুখসারিতে থেকে কাজ করছে। ইউনিলিভার বাংলাদেশে পাঁচ দশকের বেশি সময় ধরে শুধু ব্যবসা পরিচালনাই করছে না বরং একইসাথে নৈতিক ও আদর্শ নির্ভর একটি প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের সামাজিক ও পরিবেশগত উন্নয়নের জন্য অংশীজনদের সঙ্গে নিয়ে কাজ করে যাচ্ছে।
এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৫,২০২২//

Discussion about this post