কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে কুষ্টিয়া-৩ আসন ছাড়া অন্য তিনটি আসনে জয়ী হয়েছে ট্রাক। কুষ্টিয়া-১ আসনে জয়ী হয়েছে ট্রাক প্রতীক নিয়ে রেজাউল হক চৌধুরী,কুষ্টিয়া-২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে হারিয়ে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছে কামারুল আরেফিন, কুষ্টিয়া-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, কুষ্টিয়া-৪ আসনে ট্রাক প্রতীক নিয়ে জয়ী হয়েছে আব্দুর রউফ।
কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী রেজাউল হক চৌধুরী ৮৯,২৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাজমুল হুদা পেয়েছেন ৫৩,১০৫ ভোট।
কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী কামারুল আরেফিন ১,১৫,৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের নৌকা প্রতীকের প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ৯২,৪৪৫ ভোট।
কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মাহবুবউল আলম হানিফ ১,২৭,৮০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী পারভেজ আনোয়ার পেয়েছেন ৪২,১৮১ ভোট।
কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী আব্দুর রউফ ৯৮,০৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সেলিম আলতাফ জর্জ পেয়েছেন ৮০,১১১ ভোট।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ৮ জানুয়ারি ২০২৪