Print Date & Time : 3 July 2025 Thursday 12:56 pm

কুষ্টিয়ায় পরিত্যাক্ত নবজাতকের পরিচয় মিলেছে

(নানার লালসার শিকার হয়ে মা হয়েছেন স্কুলছাত্রী)
কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা এলাকার তেকনাপাড়া গ্রামে একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। গত ০৪ অক্টোবর পাওয়া ওই শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে নবজাতকের মায়ের পরিচয় এলাকায় জানাজানি হয়ে যায়। কুষ্টিয়ায় র‍্যাব ওই শিশুর পিতাকে ধর্ষণ মামলার আসামী হিসেবে গ্রেফতার করেছে।

র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, ওই গ্রামের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তার দূর সম্পর্কের নানা গত জানুয়ারি মাসে নিজ বাড়িতে ধর্ষণ করে। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৪ অক্টোবর ধর্ষিতা ওই স্কুলছাত্রী একটি কন্যা সন্তান প্রসব করে। এরপর তারা নবজাতককে ধর্ষকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এরপর পলাতক অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে র‍্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব গত রবিবার (০৯ অক্টোবর) রাতে কুষ্টিয়ার ইবি থানার কন্দর্পদিয়া গ্রামে অভিযান করে। সেখানে আত্মগোপনে থাকা অভিযুক্ত ধর্ষক নিজাম মল্লিককে (৬৫) গ্রেফতার করে। সে কুষ্টিয়া সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা।

জা// দেশতথ্য বাংলা// ১০ অক্টোবর ২০২২//