র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ০৭ অক্টোবর ২০২২ ইং তারিখ রাত ০১.৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন বড়ভালুকা গ্রামে’’ একটি অভিযান পরিচালনা করে।
অভিযানে সেশন-৭৭৮/১৪, প্রসেস নং- ৯৫/১৬, এনআইএ্যাক্ট এর ১৩৮ ধারার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সাইফুল ইসলাম(৪১), পিতা-মোঃ সোনাউল্লাহ, সাং-বড়ভালুকা, থানা-কুমারখালী, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। আসামীকে কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৭,২০২২//