Print Date & Time : 21 July 2025 Monday 1:33 pm

কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজে “জুলাই স্মরণ অনুষ্ঠান”

কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়েছে “জুলাই স্মরণ অনুষ্ঠান” ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুলাই) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্মরণে দোয়া মাহফিলের পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সালাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করা শুধু দায়িত্ব নয়, তা আমাদের ইতিহাস চর্চা ও দেশপ্রেমের অংশ। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।” তিনি আরও বলেন, “আজকের শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলতেই এই ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বক্তব্য শেষে অতিথিবৃন্দ ও কলেজে শিক্ষক-শিক্ষার্থীরা একযোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এসময় মিলপাড়া এলাকার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।