Print Date & Time : 10 May 2025 Saturday 10:36 pm

কুষ্টিয়া “আমাদের সমাজ ও ডায়াবেটিক” শীর্ষক আলোচনা সভা

আমাদের প্রত্যেকেরই উচিত ডায়াবেটিস সম্পর্কে জানা এবং সকলকে জানানো—- ডাঃ এম.এ ওয়াজেদ

যুক্তরাজ্য প্রবাসী প্রখ্যাত চিকিৎসক প্রফেরস ডাঃ এম.এ ওয়াজেদ (এফ.আর.সি.পি লন্ডন) কুষ্টিয়ায় আগমন উপলক্ষে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি ও মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের পক্ষ থেকে “আমাদের সমাজ ও ডায়াবেটিক” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান টর্লিন। সম্মনিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ও সার্জন প্রফেরস ডাঃ এস আর খান, এশিয়ান কম্পিউন্টিং কাউন্সিলের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফী, প্রফেরস ডাঃ এস.এ ওয়াজেদ (এফ.আর.সি.এস লন্ডন), হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোহনা আফরো। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রত্যেকেরই উচিত ডায়াবেটিস সম্পর্কে জানা এবং আশপাশের সকলকে জানানো। তিনি বলেন, নিয়ন্ত্রিত ডায়াবেটিস কখনোই ক্ষতির কারণ নয়। ডায়াবেটিস চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ নির্মূল না হলেও সঠিক সময়ে রোগ নির্ণয়ের মাধ্যমে সঠিক চিকিৎসা এবং শৃঙ্খলিত জীবনযাপনের মাধ্যমে পরিপূর্ণ সুস্থ থাকা সম্ভব।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৭,২০২২//