Print Date & Time : 5 July 2025 Saturday 5:14 pm

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ঐতিহাসিক ৭’ই মার্চ উদযাপন

জাকির হোসেন: কুষ্টিয়া ইসলামিয়া কলেজ ঐতিহ্যবাহী ৭ এই মার্চ উদযাপন উপল্যক্ষে কলেজের শিক্ষার্থীরাসহ একটি র‍্যালি কলেজ থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরাল এ এসে পুস্পস্তবক অর্পন শ্রদ্ধা নিবেদন করেন।পরে দুপুর ১২ টায় ইসলামিয়া কলেজ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ নওয়াব আলীর সভাপতিত্বে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক স্বপন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন। সভাপতি অধ্যক্ষ নওয়াব আলী, সহকারী অধ্যাপক হাবিবুল ইসলাম, প্রভাষক সাদিয়া ফারজানা, ডক্টর শর্মিষ্ঠা হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ওবায়দুল ইসলাম, আবুল হোসেন গাজী, মোঃ আতহার আলী সহ কলেজের অন্যান্য শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময় ঐতিহাসিক ৭’ই মার্চ এর গুরুত্ব নিয়ে আলোচনা হয়। জেলার প্রথম স্বাধীনতার পতাকা এ কলেজেই উত্তলিত হয়।তাই সকলেই এই ঐতিহাসিক কিন্তু অবহেলিত প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন বলে নিজেদের সৌভাগ্যবান মনে করেন।

দৈনিক দেশতথ্য//এল//