দেশতথ্য ডেস্ক: জেলায় প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল কুষ্টিয়ায়। ঐতিহ্যবাহী কুষ্টিয়া ইসলামিয়া কলেজে সুবর্ণজয়ন্তী এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ইসলামিয়া কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ নওয়াব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন গাজী, মোঃ হাবিবুল ইসলাম, জেসমিন নাহার, মোঃ নাসির উদ্দিন, পারভিন আক্তার, প্রভাষক শহিদুল ইসলাম।আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ড. শহিদুল বারী।
এর আগে সাড়ে ৭টায় কলেজের অধ্যক্ষ নওয়াব আলীর নেতৃত্বে কলেজের শিক্ষক, কর্মকর্তা,কর্মচারী ও রোভার স্কাউট এর একটি দল কেন্দ্রীয় শহীদ বেদী ও জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
জামাল//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ২০২২//