নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া কলকাকলী স্কুলের প্রধান শিক্ষিকা ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি জেব উন নিসা সবুজ নিজ কর্মস্হলে দীর্ঘ দিন ধরে লাপাত্তা রয়েছেন।
৫ আগষ্ট ছাত্র জনতার গণ অভ্যুথ্থানের পর থেকে তিনি স্কুলে অনুপস্থিত রয়েছেন। বিগত সরকারের সময়ে রাজপথে সবসময় সরব থেকেছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই শিক্ষক।
কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকার বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষক প্রায় মাস খানেক স্কুলে আসেন না। বিগত সময়ে রাজনীতিতে ব্যস্ত থাকায় শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এখন বিদ্যালয়ে না আসায় ছেলে মেয়েদের আরো ক্ষতি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সহিংসতায় প্রধান শিক্ষক জেব উন নিসা সবুজের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।গত ২০ আগষ্ট মামলা টি করেন কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের ফারজানা ইয়াসমিন।
মামলায় ৭৬ জনের নাম উল্লেখসহ আরো ৩০/৪০ জন অঞ্জাত আসামীর মধ্যে জেব উন নিসা ৫৫ নম্বর আসামী। মামলা নম্বর ১৮/৩২০।
এ বিষয়ে জেব উন নিসা সবুজের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয় নি।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২ সেপ্টেম্বর ২০২৪

Discussion about this post