কুষ্টিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রতি বছরের ন্যায় এবারও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। গতকাল বেলা ১১টা থেকে দিনব্যাপী ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সভাপতি ও জেলা প্রশাসক এহেতেশাম রেজা।
সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের সহধর্মীনি ও বিদ্যালয়ের অধ্যক্ষ তানজিনা গালিব (তন্বী)। এসময় তানজিনা গালিব (তন্বী) বলেন, শিক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে মানসিক ও শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য। বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান চর্চা করবে। শিক্ষাকে যেন বোঝা না মনে করে। তিনি আরও বলেন, কোমলমতি শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। মানবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি এহেতেশাম রেজা বলেন, কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজ শুধু শিক্ষা নয়, ক্রীড়া ও সাংস্কৃতিক অজ্ঞনেও সেরা হতে হবে। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশ বিদেশে জ্ঞান চর্চায় ছড়িয়ে পড়বে। উন্নত ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়তে যা যা প্রয়োজন সব করা হবে।
ক্লাস পার্টিতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, কুষ্টিয়া জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাতুন নাহার, স্বরূপ মহুরী, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপাধ্যক্ষ ঈষিতা আক্তার, মহসীন উদ্দিন, আদিত্য পাল, সৈয়দা আফিয়া মাসুমা, রাহাতুল করিম মিজান, তাফসীরুল হক মুন, মুহাম্মদ আব্দুর রহমান।
সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক আফরোজা আক্তার ডিউ। কেক কাটা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক, নাটিকা ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে ফ্যাশান শো অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১১,২০২৩//

Discussion about this post