কুষ্টিয়া চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার । সভা শেষে আয়োজন ছিল র্যাফেল ড্রয়ের। সকল সদস্য ও পরিচালকদের উপস্থিতিতে স্বচ্ছ প্লাস্টিকের কৌটায় ড্র এর কার্যক্রম শুরু করা হয়।
কিন্তু এরই মধ্যে দেখা দেয় বিপত্তি। এক টিকিটে দুটি পুরস্কার বাগিয়ে নেন সৌভাগ্যবান এক সদস্য। তিনি আর কেউ নন চেম্বার অব কমার্সের পরিচালক মুসা মঞ্জুর ছেলে নাঈম মোশারফ।
কৌশলে প্রথম এবং পঞ্চম পুরস্কারটি পেয়ে যান তিনি। এনিয়ে হইচই পড়ে যাই গোটা হলরুম জুড়ে। চেম্বার অব কমার্সের পরিচালক হারুন অর রশিদের সহায়তাই এই কারসাজি বা জালিয়াতি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এমন জালিয়াতের ঘটনা মুহূর্তের মধ্যে সকল সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই চেম্বার অব কমার্সের ইতিহাস এটি জঘন্যতম ঘটনা বলে উল্লেখ করেছেন। ফলাফল বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,৫ফেব্রুয়ারি ২০২৩