Print Date & Time : 10 May 2025 Saturday 9:04 pm

কুষ্টিয়া জরাজীর্ণ অবস্থায় দাড়িয়ে মিউনিসিপ্যাল কাঁচাবাজার মার্কেট

বিশেষ প্রতিনিধি : কুষ্টিয়া শহরের চিরচেনা সেই পাইকারি কাঁচাবাজার মিউনিসিপ্যাল মার্কেট আজ অনেকটাই জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে ।খসে খসে পড়ছে বিল্ডিং থেকে ইট বালি খোয়া সিমেন্ট জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত সেখানকার ব্যবসায়ীরা  সময় পার করছে ।এ যেন দেখভাল করার মতো কেউ নেই। প্রতিনিয়তই ঘটছে ছোট ছোট দুর্ঘটনা কেউ না কেউ আহত হচ্ছে ইট বালি খোয়া পড়ে এমন সংবাদ বিভিন্ন সময়ে পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে। খোঁজ খবর নিয়ে জানা গেছে ওই সমস্ত বিল্ডিংয়ে কখনো হয়নি মেরামতের  কাজ হয়নি কোন রংয়ের কাজ অথচ সরকার ঠিকই নাকি লক্ষ লক্ষ টাকা  দিচ্ছে মেনটেনেন্স এর জন্য ।কিন্তু সেটা কোথায় কিভাবে খরচ হচ্ছে তা কেউ জানেন । এই ভাবেই ব্যাপক অনিয়ম দুর্নীতির মধ্যে দিয়েই চলছে আজকের এই পৌর মার্কেট ।একটু বৃষ্টি হলেই সেখানে কোমর সমান পানি জমে থাকে  আর বালি মাটির কথা তো বলতেই লজ্জা করে । অথচ কুষ্টিয়া পৌরসভা এই বাজার লিজ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তোলা হচ্ছে টোল । সব ধরনের কার্যক্রমই চলছে সেখানে কিন্তু সংস্থার কার্যক্রম নিয়ে কোন মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে এই পুরাতন বাজারটি নতুন বাজারে রূপান্তরিত হোক এমন প্রত্যাশা করেছে কুষ্টিয়াবাসী ।

দৈনিক দেশতথ্য//এল//