সূত্রের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের একটি অংশ এ চক্রের সাথে জড়িত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক বৃদ্ধা অজ্ঞান পাটির খপ্পরে পড়েছিলেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালের বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামের মৃত সাত্তারের স্ত্রী ও সলক উদ্দিনের মা।
ওই মহিলার পরিবারের সাথে কথা বলে জানা যায়, সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে সে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসে। প্রতারকরা তাকে ভালো চিকিৎসার কথা বলে হাসপাতালের বাথরুমে নিয়ে অচেতন করে কানের দুল, মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে। বর্তমানে ওই বৃদ্ধা মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের প্রায় প্রতিটি বাথরুমেই রয়েছে ব্যবহৃত একাধিক চেতনানাশক ইনকেশনের শিশি ও সিরিঞ্জ। সূত্রের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের একটি অংশ এ চক্রের সাথে জড়িত রয়েছে। তাদের যোগসাজসে এ চক্র চিকিৎসা নিতে আসা সহজ সরল ব্যক্তিদের চিকিৎসার কথা বলে অচেতন করে সব লুট করে নেয়।
রাজা/দৈনিক দেশ তথ্য//সেপ্টেম্বর ০৬,২০২২//