Print Date & Time : 1 May 2025 Thursday 11:13 pm

কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতিকে শোকজ 

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন,সংগঠন বিরোধী রীতিনীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি মো: সদর উদ্দিন খানকে কেন্দ্রীয় কমিটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করেছে। 

গত ১১ মে বাংলাদেশ আওয়ামী লীগের কেদ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব  বড়–য়া স্বাক্ষরিত নোটিশে অভিযোগের ব্যাখ্যাসহ লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে প্রেরনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

শোকজ নোটিশে আরও উল্লেখ করা হয় যে, সম্প্রতি গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত আপনার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং তা সংগঠেেনর রীতিনীতি ও আদর্শ পরিপন্থি। আপনার বক্তব্য সংগঠনের শৃংখলা বিরোধী এবং বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যাসহ লিখিত জবাব দলীয় সভাপতি শেখ হাসিনা এমপির রাজনৈতিক কার্যালয়ে (বাড়ি-৫১/এ,সড়ক-৩/এ,ধানমন্ডি,ঢাকা) প্রেরনের জন্য সাংগঠনিক নির্দেশক্রমে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতিকে অনুরোধ জানানো হচ্ছে বলে নোটিশে উল্লেখ করা হয়।  

উল্লেখ্য, গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কুষ্টিয়া-৪ আসনে দল মনোনীত এমপি প্রার্থীর বিপক্ষে অবস্থান, বিতর্কিত বক্তব্যসহ দলীয় বিভক্তি সৃষ্টি করে সদর খান দারুনভাবে সমালোচিত হন। এছাড়া গত ৪ মে প্রথম ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে তার আপন ভাইকে খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেতাতে মরিয়া হয়েও চরমভাবে ধরাশায়ী হন সদর খান। উপজেলা নির্বাচনের আগে একটি নির্বাচনী সভায় সদর খান তার বক্তব্যে বলেছিলেন, “আমার সাথে যারা বিরোধিতা করবে, তারা স্বয়ং আল্লার সাথে বিরোধিতা করবে”। তার এই বক্তব্যে ওই সময় জেলা জুড়ে নিন্দার চরম ঝড় উঠে। 

উল্লেখ্য, খোকসা উপজেলার পল্লী গ্রাম থেকে উঠে আসা পেছন সারির নেতা সদর খান সবকিছু ম্যানেজ করে বাগিয়ে নেন জেলা কমিটির সর্বোচ্চ পদ । জেলা আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৯ মে ২০২৪