Print Date & Time : 4 July 2025 Friday 3:04 am

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত

গণহত্যা নারকীয় জঘন্যতম অপরাধ—-ডিসি, কুষ্টিয়া

কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সন্ধ্যায় কালেক্টরেট চত্বরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক মঞ্চে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃনাল কান্তি দে।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খাইরুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, পিপি এ্যাড. অনুপ কুমার নন্দী, জিপি এ্যাড. আ.স.ম আখতারুজ্জামান মাসুম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাসরিন বানু, নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ, বীর মুক্তিযোদ্ধা হাজী রফিকুল আলম টুকু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, ২৫ মার্চ গণহত্যা বিশ্বের বুকে একটি নারকীয় জঘন্যতম হত্যাকান্ড। এই হত্যাকান্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃতি এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেন, গণহত্যার মধ্যদিয়ে পাকিস্তান শাসকগোষ্ঠী বর্বর ও কাপুরুষ তা প্রমাণ করেছে।

এবি//দৈনিক দেশতথ্য//২৬ মার্চ, ২০২২//