আজ ২৯ শে অক্টোবর রোজ রবিবার কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহেতেশাম রেজার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোছা: শারমিন আক্তার এর সঞ্চালনায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া সকল সরকারি দপ্তর, ২৫০ বেড জেনারেল হাসপাতাল, পৌরসভা, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, মসজিদ-মাদ্রাসা, ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
কুষ্টিয়ায় ডেঙ্গু সংক্রমণ রোধে কার্যকর উপায় অনুসন্ধান, নিজ কর্মস্থল ও বাসস্থান পরিচ্ছন্নতার মাধ্যমে এবং ব্যাপক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ নেওয়ার বিষয়টি উল্লেখ করেন বক্তারা। পাশাপাশি ইউনিসেফ এর উদ্যোগে ও সরকারের সহায়তায় এক্সপ্রেস ইভেন্টের দশ জন সদস্য এবং সম্মিলিত সামাজিক জোটের বিশজন স্বেচ্ছাসেবক ও রোভার স্কাউটের দশজন সদস্যের সমন্বয়ে গঠিত ৪০ জনের একটি টিম কুষ্টিয়ার সিভিল সার্জন চিহ্নিত ডেঙ্গু হটস্পটে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা সৃষ্টির সামাজিক ক্যাম্পেইনের দায়িত্ব প্রদান করা হয়।
এ সময় ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা বিষয়ক উন্মুক্ত মতামত প্রদানের সময় সম্মিলিত সামাজিক জোটের সমন্বয়ক অ্যাডভোকেট মোঃ মুহাইমিনুর রহমান পলল বলেন, গড়াই নদীর চর সংলগ্ন পৌর ১, ২, ৩, ১০ নং ওয়ার্ড এলাকায় ব্যাপক গণসচেতনতা বৃদ্ধি প্রয়োজন, এলাকাগুলো হটস্পটের আওতায় অন্তর্ভুক্ত করতে, মসজিদের মাইকের মাধ্যমে স্থানীয় এলাকাবাসী ও এন এস রোডের দোকানগুলোতে লিফলেটের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করলে একইসাথে কর্মস্থল ও গৃহ সুরক্ষিত হবে ডেঙ্গু সচেতনতার মাধ্যমে। পাশাপাশি স্কুল কলেজের ডিবেট ও কালচারাল সংগঠনের সংগঠকদের ক্লাস মনিটরের সাথে সমন্বয় করে টিম নির্ধারণ করে দিলে তারা শিক্ষালয় ও বাসগৃহে পরিচ্ছন্নতা অভিযান করলে সুরক্ষা পাওয়া যাবে ডেঙ্গু থেকে।
সম্মিলিত সামাজিক জোটের স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসন যেকোনো দায়িত্ব দিলে, বাস্তবায়নে অনুগত থাকবে।
এরপর উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হলে জেলা প্রশাসক কার্যালয়ে স্বশরীরে জেলা প্রশাসক মহোদয় পরিচ্ছন্নতা কার্যক্রম আরম্ভ করেন। এরপর এক্সপ্রেস ইভেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাদী মোহাম্মদ হামিম এবং সম্মিলিত সামাজিক জোটের ডেঙ্গু কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি টিম লিডার কামরুল হাসান রোহিত ও সাদিক হাসান রোহিদের নেতৃত্বে পুরো জেলা প্রশাসক কার্যালয় ও কুষ্টিয়া পৌর ১১ নং ওয়ার্ড এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা দায়িত্ব পালন করেন সম্মিলিত সামাজিক জোটের স্বেচ্ছাসেবক অনিক, সাব্বির, স্বাধীন, সৌরভ, প্রান্তিক, রাজ্জাক, ওয়াসিম, শাহাদাত, রিপন, আফিফ, রিপা, সাদিয়া, মৌ এবং পলাশ। এছাড়াও সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক চপল আশিকুল, মিনহাজ উদ্দিন শিমুল ও স্বেচ্ছাসেবক মমিনুল হক মিলন ও রাজিব আহমেদ আকাশ অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলা প্রশাসন আয়োজিত জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৯ অক্টোবর ২০২৩