কুষ্টিয়া প্রতিনিধি: রবিবার দুপুর সাড়ে ১২ টায় কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের হলরুমে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি তারিকুল হক তারিকের সভাপতিত্বে সভায় সাংবাদিক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে জানান যে, স্থানীয় দুই একটি পত্রিকার প্রকাশনা বিষয়ে কে বা কারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ দাখিলের নাম করে জেলায় কর্মরত সাংবাদিকদের সৌহাদ্য পুর্ণ সম্পর্ক বিনষ্ঠের অপচেষ্টা চালাচ্ছেন।
জেলা প্রেসক্লাব মনে করে,কুচক্রী যে মহলটি জেলা প্রেসক্লাবের সুনাম বিনষ্টসহ ক্লাব সভাপতিকে জড়িয়ে যে অপপ্রচার চালাচ্ছে তা সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। একই সাথে জেলা প্রেসক্লাব প্রকৃত ঘটনা উদঘাটন করে এর সাথে জড়িত যাঁরাই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্যে জেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সভায় জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, হাসান আলী, সাধারন সম্পাদক মজিবুল শেখ, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মুকুল, কোষাধক্ষ এনামুল হক, নির্বাহী সম্পাদক এম এ রকিব, সাইফুল ইসলাম, বকুল আলী, আসলাম আলী, নজরুল ইসলাম, হায়দার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।