Print Date & Time : 23 May 2025 Friday 5:03 am

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি বিতর্কিত ও মেয়াদ উত্তীর্ণ উল্লেখ করে কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির পদবঞ্চিত নেতারা।

২২শে মে বৃহস্পতিবার বেলা ১১টায় শহরস্থ এনএস রোড সংলগ্ন একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক কাজল মাজমাদার, মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড, শামিমুল হাসান অপুসহ বিএনপির সাবেক বিভিন্ন পর্যায়ের পদ বঞ্চিত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শামীমুল হাসান অপু জানান, কুষ্টিয়া জেলার বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এই কমিটি বাতিলের জন্য আমরা আন্দোলন করছি। এ সময় তিনি বলেন, বর্তমান জেলা বিএনপির বিতর্কিত আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যেভাবে কুষ্টিয়া জেলায় বিএনপিকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে তা নিন্দনীয়। এটা করার কোন অধিকার তাদের নেই।

এ সময় সামিমুল হাসান অপু আরো বলেন, বর্তমানে কমিটি দায়িত্ব গ্রহণের পর ত্যাগীও পরীক্ষিত নেতা-কর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নিয়ে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের দোসর, আপোস কামি ও আতাতকারীদের দিয়ে যেভাবে বিভিন্ন থানা কমিটি গঠন করা হয়েছে অন্য দিকে দীর্ঘদিনের পরিচিত পোড় খাওয়া নেতা-কর্মীদের উপেক্ষিত করা হয়েছে। পাশাপাশি সার্চ কমিটি গঠনসহ ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটি গঠন কাউকে না জানিয়ে নির্বাচন ও ভোট ছাড়াই এসকল কমিটি গঠন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত পদবঞ্চিত অন্যান্য নেতারা বক্তব্যে, আওয়ামীলীগ পূণর্বাসনসহ নানা কারনে বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটি বিতর্কিত হয়ে পড়ার পাশাপশি এই কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়ে গেছে। তাই এই কমিটি বাতিল করে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি দেয়ার আহবান জানান।

আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলনের প্রসঙ্গে জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলা বিএনপির বর্তমান আহবায়ক কমিটি বৈধ নাকি অবৈধ এবং বাতিল হবে কিনা তা কেন্দ্রীয় কমিটি বিবেচনা করবে। তবে ৩১ সদস্য জেলা আহবাক কমিটিতে সকলের স্থান হবে না এটাই স্বাভাবিক জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলে সেখানে হয়তো সকলেই স্থান পাবে। আহবায়ক কমিটি তো আমাদের অনুমোদিত না কেন্দ্রীয় কমিটি দ্বারা অনুমোদিত। এ সময় তিনি বলেন যারা আজ পদবঞ্চিত বলে আন্দোলন করছে তাদের অনেকই জেলা, শহরসহ বিভিন্ন আহবায়ক কমিটিতে সদস্যসহ বিভিন্ন পদে রয়েছে।