Print Date & Time : 5 July 2025 Saturday 7:52 pm

কুষ্টিয়া জেলা মহিলা দলের বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি: চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে করেছেন কুষ্টিয়া জেলা মহিলা দল।

সোমবার বিকেলে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন রোজি খান।এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মহিলা দল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

দৈনিক দেশতথ্য//এল//