প্রবাসে আঞ্চলিক সংগঠনের অন্যতম কুষ্টিয়া জেলা সমিতি ইউ এস এ ইনকের বনভোজন ও মিলন মেলা হয়ে গেল গত ১৩ ই জুলাই রবিবার।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এফ ডি আর স্টেট পার্কে। ব্যাপক আনন্দঘন , উৎসবমুখর পরিবেশে ২টা বাস ও নিজস্ব পরিবহনে পাঁচ শতাধিক কুষ্টিয়াবাসীর এক মিলন মেলায় পরিণত হয়েছিল।
সমিতির সভাপতি আশরাফুল আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান ,সমিতির ট্রাষ্টিবোর্ড , উপদেষ্টামন্ডলী , কার্যকরী কমিটি, বনভোজন কমিটি সহ সকল অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে বনভোজন উদ্বোধন করেন ।
এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান , ট্রাস্টী বোর্ডের অন্যতম সদস্য মোঃ সাজিজুল ইসলাম সুজন,মোঃ হাফিজুর রহমান, মোঃ মাসুদুল ইসলাম লিপু,প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলী,মোঃ নাজমুল আহসান দুলাল, প্রধান উপদেষ্টা বনভোজন কমিটির আহবায়ক হাজী সুজাউদ্দীন সেলিম, উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার আমিরুল ইসলাম,খন্দকার জামিরুল ইসলাম,আম্বিয়া অন্তরা ,মীর ফেরদৌস উল হক মিলন,আনোয়ার হোসেন , মোঃ শহিদুল ইসলাম ,খন্দকার মাফিউল আলম,মোঃ সাইদুর রহমান,বনভোজন কমিটির যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন রিপন, যুগ্ম আহ্বায়ক মোঃ আলমগীর হোসেন এ আবদুল্লাহ যুবায়ের, সদস্য সচিব, আহসান উল্লাহ লিটন ও আশরাফুল ইসলাম,আবু জাহীদ জনি,বসির উদ্দীন ,সহ সভাপতি,আবুহেনা মোস্তফা কামাল রয়েল ,সহ সভাপতি, প্রফেসর মোঃ আঃ আলীম ,সাংগঠনিক সম্পাদক , সাজিদ হাসান প্রলয়,আসিফ ইকবাল সন্চয় , আরিফুজ্জামান , বখতিয়ার ইউনুচ রাসেল,সহ সভাপতি , মোঃ তৌহিদুর রহমান,মোঃ মুক্তার হোসেন মুক্তা ,ওহিদুল ইসলাম সনি, মোঃ রানা ,শাহীন আহম্মেদ ,আবু জাহিদ জনি,জসীম উদ্দীন , আবুল খায়ের,মনির উদ্দীন , শরিয়ত,মাসুম,আবতাহী আহসান ছামীন,, সুমী ,মীর ফারহানুল হক ,রামিন রাসেল , বদরুল আলম পান্না ,আশরাফুল ইসলাম, জিয়া হাসান চৌধুরি, মোঃ সাঈদ , আজিম ডি হাসান , জাহাংগীর হোসেন খোকন , লুবনা শাহানারা খাতুন,মোঃ আঃ মান্নান বেলাল,আলম মোহাম্মদ ,শরীফুল ইসলাম,রফিকুল ইসলাম,মোছাঃ হিরা ,ঝন্টু,মতিয়ার রহমান,ফালগুনী,বিপুল চৌধুরী,রোমেল,লুবনা,আবদুল খালেক,আঃ জব্বার ,আশরাফ,মেহেদী হাসান,মোঃ তৌহিদুর রহমান রিন্টু,সুমন,সাবরিনা,সানজিদা,মুনমুন জামান, সিমিন আক্তার ,ঝন্টু, রুবেল,ইতি,হাফিজ উদ্দীন , শিল্পি ,সাইফুল ইসলাম, মোঃ মানিক,জাহাঙ্গীর হোসেন মাসুম ও অন্যান্য সদস্যবৃন্দ ।
দিনের প্রথম পর্বে শুরুতে নাস্তা ,তরমুজ, চিপস ও কোমল পানীয় পরিবেশন করা হয়। এর পর পরই খেলাধুলা পর্ব শুরু করা হয় I খেলাধুলা পর্বটি পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান ও সাজিদ হাসান প্রলয় , মোঃআলমগীর , সন্চয় , এবং সাইফুল,আমিনুর,সনি, সামিন।
এরপর দুপুরের খাবার পরিবেশন করা হয় ,সহযোগিতা করেন,নান্টু ,প্রলয়, মৃনময়,মিঠু,যুবায়ের,নুরুজ্জামান,রাসেল,রাজিব সহ অনেকেই।
দুপুরের মধ্যাহ্ন ভোজনের পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। গান পরিবেশনা করেন কন্ঠশিল্পি রোকসানা মির্জা,রাজিব, আজিম,শান্ত,সনি, এবং অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মোঃ সাজিজুল ইসলাম সুজন।
সাংস্কৃতিক অনুষ্ঠানটির পর দ্বিতীয় পর্বের খেলায় ছিল আকর্ষনীয় ফুটবল খেলা ও বালিশ বদল ।
আকর্ষনীয় ফুটবল খেলাটি পরিচালনা করেন ট্রাষ্টিবোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান ও সাজিদ হাসান প্রলয়।
দ্বিতীয় পর্বের খেলাধুলার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান পর্বটি শুরু হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান ও বনভোজন কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ
রুহুল আমীন রিপন ।এসময় সভাপতি আশরাফুল আলম ,ট্রাষ্টিবোর্ডের সকল সদস্য, উপদেষ্টা মন্ডলী ও অতিথিদের নিয়ে পুরস্কার বিতরণ করেন । এসময় মঞ্চে উপবিষ্ট ছিলেন ট্রাষ্টিবোর্ডের প্রধান মোঃ আসাদুজ্জামান , মোঃ সাজেজুল ইসলাম সুজন , খন্দকার জামিরুল ইসলাম, প্রফেসর মুন্সী মুর্তজা আলী,আহবায়ক প্রধান উপদেষ্টা হাজি সুজা উদ্দিন সেলিম সম্মানিত অথিতিদের মধ্যে ছিলেন মোহাম্মদ এন মজুমদার ,শেখ আল মামুন, ইন্জিনিয়ার আব্দুল খালেক , মোঃ জগলুল হক শাহীন,মামুন টিউটোরিয়াল এর কর্ণধার শেখ আল মামুন,ইষ্টারলিংক কার সার্ভিসের কর্ণধার মোঃ কামরুল হাসান,সিপিএ জাকির চৌধুরী,এনওয়াই পিডি লুইটিনান্ট মোঃ হাফিজুর রহমান ,এড এন টেক কম্পিউটারের কর্ণধার মোঃ রাকিব ,মেঃ মহিউদ্দিন,মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুস সাওার সহ অন্যান্য অথিতিবৃন্দ ।ছোট্র ছেলেমেয়েদের জন্য ফ্রি গিফ্টের পাশাপশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ ও সমিতির সদস্যবৃন্দ ।
বনভোজনে আগত দুইটা বাস স্পন্সর করেন সমিতির সম্মানিত ট্রাষ্টিবোর্ডের অন্যতম সদস্য ডঃ হুমায়ন কামাল ও কিম এসোসিয়েটসের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক।
আকর্ষণীয় রাফেল ড্র পর্বটি মোঃ রুহুল আমিন রিপন ভায়ের তত্ত্বাবধানে মোঃ সাজেজুল ইসলাম সুজন ও মোঃ কামরুজ্জামানের পরিচালনায় টান টান উওেজনায় পর্বটি চলে ।
রাফেল ড্রয়ের প্রথম পুরস্কার- ( স্বর্ণের চেন) এন মজুমদারের সৌজন্যে, দ্বিতীয় পুরস্কার -ল্যাপটপ ( ইসটারলিংক কার সার্ভিস) সৌজন্যে ,তৃতীয় পুরস্কার -(ল্যাপটপ-এডএন টেকের সৌজন্যে, চতুর্থ পুরস্কার -৫৫” টিভি (Exit Realtry ইমাম হাসানের সৌজন্যে, পঞ্চম পুরস্কার – আপেল ওয়াচ (Medowbrook finantial আজাদুল ইসলামের সৌজন্যে।ষষ্ঠ পুরস্কার -আই প্যাড ( ইস্টারলিংক ফার্মেসির সৌজন্যে ) ,এছাড়াও র্যাফেল ড্র সহ অন্যান্য ইভেন্টের জন্য আরো স্পনসর করেন এটর্নি গোলাম মোস্তফা,এটর্নি মইন চৌধুরী,শেখ আল মামুন , গোল্ডেন হোম কেয়ারের কর্ণধার মোঃ শাহনেওয়াজ,খলিল হালাল চাইনিজ , লালন শাহ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাজিদ হাসান প্রলয়,মোঃ শরীফুল চৌধুরী ,আম্বিয়া বেগম,মোঃ জনিরুল ইসলামের পারফিউম ফাবিহা ।
ফুটবল খেলার জার্সি স্পনসর করেন এনওয়াই পিডি লুইটানানট মোঃ হাফিজুর রহমান।
বালিশ খেলার সমস্ত পুরস্কার স্পনসর করেন উপদেষ্টা কুষ্টিয়া জেলা সমিতির এর্টনী মোঃ গোলাম মোস্তফা এবং এটর্নী মঈন চৌধুরী।

Discussion about this post