Print Date & Time : 22 August 2025 Friday 5:31 am

কুষ্টিয়া টেগোর লজে বসন্ত উৎসব অনুষ্ঠিত

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার আয়োজনে এবং কুষ্টিয়া পৌরসভার সহযোগিতায় “বসন্ত উৎসব” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭ টায় কুষ্টিয়া টেগোর লজে অনুষ্ঠিত ৩৯তম পূর্ণিমা তিথির এবারের আয়োজন ছিলো “বসন্ত উৎসব”। 

এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া পৌরসভায় মেয়র আনোয়ার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি সঙ্গীত শিল্পী অশোক সাহা। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আকলিমা খাতুন ইরা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার সহ-সভাপতি সরোয়ার মুর্শেদ। “আকাশ আমায় ভরল আলোয় আকাশ আমি ভরব গানে” এই শিরোনামে সঙ্গীত-আবৃত্তি-নৃত্য পরিবেশিত হয়। 

পরিবেশনায় ছিলেন শিল্পী অশোক সাহা, আকলিমা খাতুন ইরা, ড. সরওয়ার মুর্শেদ, স্বপন দত্ত, রীনা বিশ্বাস, শুক্লা মজুমদার, সুস্মিতা সিংহ রায়, আতাউল রহমান বাদল, সুমী দত্ত, রেজাউল করিম, শুভ্রা ঘোষ, সিগ্ধ বিশ্বাস, শ্রাবন্তী মুখার্জী, তসলিমা পারুল, শ্রেষ্ঠা মিত্র প্রমুখ। তবলায় সহযোগিতা করেন তন্ময় চক্রবর্তী এবং আকাশ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড. শর্মিষ্ঠা হোসেন।

এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ১৯, ২০২২//