Print Date & Time : 2 August 2025 Saturday 7:41 pm

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের পাঁচ রাস্তার মোড়স্থ এসোসিয়েশনের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। 

এসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক চ্যানেল২৪’র সিনিয়র রিপোর্টার শরীফ বিশ্বাস সিনিয়র সহসভাপতি বৈশাখী টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, যুগ্ম-সম্পাদক এশিয়ান টিভি’র কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজু, সাংগঠনিক সম্পাদক এনটিভি প্রতিনিধি সাবিনা ইয়াসমীন শ্যামলী, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাশরিক সঞ্চয়, নির্বাহী সদস্য বাংলাভিশন প্রতিনিধি হাসান আলী, না গরিক টিভি প্রতিনিধি রাশেদুল ইসলাম বিপ্লব, এটিএন নিউজের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম, আরটিভি প্রতিনিধি শেখ হাসান বেলাল, বিটিভি প্রতিনিধি তরিকুল ইসলাম, ৭১’টিভি প্রতিনিধি শাহীন আলী, যমুনা টিভি প্রতিনিধি রুহুল আমীন বাবু, এখন টিভি প্রতিনিধি সোহেল পারভেজ প্রমুখ। 

সভায় নবনির্বাচিত কমিটির কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, গঠনতন্ত্র প্রণয়নসহ সার্বিক বিষয়ে পরামর্শ প্রদান করে মতামত প্রকাশ করেন নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।    

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ অক্টোবর  ২০২৩