Print Date & Time : 4 May 2025 Sunday 1:19 pm

কুষ্টিয়া পলিটেকনিকে অধ্যক্ষ্যের নিয়োগ আদেশ বাতিলের দাবী

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটে ফ্যাসিবাদের দোষর, দুর্নীতির দায়ে অভিযুক্ত আক্কাছ আলী শেখ নামের এক  প্রিন্সিপালের নিয়োগ আদেশ হওয়ার খবরে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা।

এ ঘটনায় গতকাল রবিবার দুপুরে ক্যাম্পাস প্রাঙ্গনে শিক্ষার্থীরা ওই প্রিন্সিপালের নিয়োগ আদেশ বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ শেষে মিছিলটি ক্যাম্পাস প্রাঙ্গন প্রদক্ষিণ করে মীর মশাররফ হোসেন প্রধান সড়কে পৌছালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তথাকথিত কয়েকজন নেতা- কর্মী ছাত্রদলের পরিচয়ে মিছিলটি ছত্রভঙ্গ করতে অতর্কিত হামলা চালায়।

এ সময় কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় ক্যাম্পাসে চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোষর, দুর্নীতির দায়ে অভিযুক্ত আক্কাছ আলী শেখকে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটে ঢুকতে দেওয়া হবে না। যদি তিনি ঢুকার চেষ্টা করেন তাহলে পরিস্থিতি হবে ভয়াবহ। এই শিক্ষার্থীরা কি পারে, আর কি পারে না, সেটা ইতিমধ্যে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি। কোন ফ্যাসিষ্টের ঠাঁই হবে না আমাদের মাতৃ এই শিক্ষা প্রতিষ্ঠানে। 

জানা যায়, ১৬/১০/২৪ ইং তারিখে উপ- সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার ( কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ), সাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারিতে সহযোগি অধ্যাপক, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ- ঢাকা, অধ্যক্ষ্যের অতিরিক্ত দায়িত্বে থাকা আক্কাছ আলী শেখ কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটে অধ্যক্ষ হিসেবে নিয়োগ আদেশ পান।

নিয়োগ আদেশে আগামী ০১/১১/২৪ ইং তারিখের মধ্যে যোগদানের কথা বলা হয়েছে। ফ্যাসিবাদের দোষর, দুর্নীতির দায়ে অভিযুক্ত, ডুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আক্কাছ আলী শেখকে কুষ্টিয়া পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ শিক্ষার্থীরা। অনতিবিলম্বে এই নিয়োগ আদেশ বাতিলের জোর দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।


এহ/27/10/24/ দেশ তথ্য