Print Date & Time : 4 September 2025 Thursday 12:42 pm

কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের প্রাচির নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সীমানা প্রাচির নির্শাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠের সীমানা প্রাচির নির্মাণ কাজের উদ্বোধন করেন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী সদস্য সচিব গোলাম মোস্তফা, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, পারভেজ মাজমাদার, নির্বাহী সদস্য এনায়েত কবির, সেলিম আহমেদ, সদস্য শাহানাজ আনসারী, আব্দুল্লাহ শাহেদ, মহববত হোসেন, খলিলুর রহমান মঞ্জু, তৌহিদুল ইসলাম, মতিয়ার, টিটু কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মকুল খসরুসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভাবে পড়ে থাকা পাবলিক লাইব্রেরী মাঠের সীমানা প্রাচির নির্মাণ কাজ করা হচ্ছে।