স্টাফ রিপোর্টার :
কুষ্টিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাহাবুবুল করিম তারা মিয়া সড়কে প্রায় ৪০০ বাসিন্দার চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ৪০০ বাসিন্দা।
স্থানীয়দের অভিযোগ, কুষ্টিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাহাবুবুল করিম তারা মিয়া সড়কের বাসিন্দা হাবিল শেখ ও তার স্ত্রী রিজিয়া খাতুন জোরপূর্বক উক্ত সড়কের বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
ঘটনার প্রতিবাদ করলে নানাভাবে হয়রানির চেষ্টা করা হচ্ছে। এঘটনায় ভুক্তভোগীরা কুষ্টিয়ার জেলা প্রশাসক, পৌর প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে ও সরেজমিনে তদন্ত করে জানা গেছে কুষ্টিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আওতাধীন কালিশঙ্করপুরের ওই গলিতে প্রায় ৪০০ বাসিন্দা বসবাস করেন। তাদের চলাচলের একমাত্র রাস্তাটি সীমানা প্রাচীর দিয়ে বন্ধ করা হয়েছে। প্রাচীরের একাংশ ভেঙ্গে ফেলা হয়েছে। স্থানীয়রা বলছেন, রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করছি। কয়েকদিন আগে হঠাৎ হাবিল শেখ ও তার স্ত্রী রিজিয়া খাতুন রাস্তাটি বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছেন এই এলঅকায় বসবাসরত প্রায় ৪০০ বাসিন্দা।
অভিযুক্ত হাবিল শেখ ও তার স্ত্রী রিজিয়া খাতুনের সাথে যোগাযোগ করা হলেও তাদের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
স্থানীয়ভাবে এলাকাবাসী বিষয়টা মিমাংসা করেও ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আমরা উক্ত এলাকার বাসিন্দা হিসেবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে কুষ্টিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড বাসী।

Discussion about this post